মা-ঠাকুমারা বরাবরই বলে আসছেন, করলা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু জানেন কি, এটি রূপচর্চাতেও অবিশ্বাস্যভাবে কার্যকর? রূপ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করলার রস ম্যাজিকের মতো কাজ করে, ত্বক ও চুলের একাধিক সমস্যার সমাধান সহজেই করে ফেলতে পারে।
করলার রসে রয়েছে প্রচুর ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ফাইবার, যা শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। নিয়মিত করলার রস পান করলে ব্রণ হবে না, এমনকি ব্রণের দাগও দ্রুত কমে যাবে। শুধু তাই নয়, নিয়মিত করলার রস খেলে ত্বক দীর্ঘদিন যৌবন ধরে রাখবে।
ত্বকের যত্নে করলার রস
রূপ বিশেষজ্ঞদের মতে, করলার রসের সঙ্গে অল্প পাতিলেবুর রস মিশিয়ে খালি পেটে পান করলে এটি লিভার ভালো রাখবে ও শুষ্ক ত্বকের সমস্যা দূর করবে।
বাইরে থেকে ফিরে ফ্রিজে রাখা ঠান্ডা করলার রসে তুলো ভিজিয়ে মুখ মুছে নিলে ত্বক সতেজ হয়ে উঠবে এবং বলিরেখার সমস্যা কমবে।
রোদের পোড়া ত্বকে করলার রস ম্যাজিকের মতো কাজ করে। মুখে করলার রস মেখে পাঁচ মিনিট রেখে উষ্ণজলে ধুয়ে ফেললে ত্বকের কালচে ভাব দূর হবে। সপ্তাহে অন্তত তিনবার এই পদ্ধতি মেনে চললে দ্রুত উপকার পাওয়া যাবে।
চুলের যত্নে করলার রস
শুধু ত্বক নয়, করলার রস চুলের যত্নেও দুর্দান্ত কার্যকর। খুসকির সমস্যায় যারা ভুগছেন, তারা সপ্তাহে অন্তত তিন দিন করলার রস মাথায় ম্যাসাজ করুন। এতে স্ক্যাল্প পরিষ্কার হবে এবং খুসকি কমবে।
যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন, তারা করলার রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করলে অল্প বয়সে চুল পাকা ও চুল পড়ার সমস্যা কমবে।
করলার রসের এই উপকারিতাগুলো নিয়মিত কাজে লাগালে ত্বক ও চুল দুটোই থাকবে সতেজ ও সুন্দর। তাই আর দেরি না করে করলার রসকে রূপচর্চার রুটিনে অন্তর্ভুক্ত করুন!