শিয়ালদহ ডিভিশনের ট্রেন চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। পূর্ব রেলের উদ্যোগে গোবরডাঙা স্টেশনে পরিকাঠামো উন্নয়নের ফলে এখন ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ৫০ কিমি থেকে বেড়ে হবে ১১০ কিমি। এর ফলে যাত্রীদের যাত্রা সময় উল্লেখযোগ্যভাবে কমবে, ট্রেন চলাচল হবে আরও দ্রুত ও নিরাপদ।
শনিবার ও রবিবার পরিকল্পিত মেগা ব্লকের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের বিভিন্ন বিভাগ একসঙ্গে কাজ করে প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ করেছে।
কী কী উন্নতি হয়েছে গোবরডাঙা স্টেশনে?
গোবরডাঙা স্টেশনে পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। ট্র্যাক রি-অ্যালাইনমেন্টের জন্য দুটি পয়েন্ট স্থানান্তর করা হয়েছে এবং ৫০০ মিটার বাঁকা ট্র্যাক সোজা করা হয়েছে। নতুন ট্র্যাক অ্যালাইনমেন্টের জন্য ১০টি ওভারহেড ইকুইপমেন্ট স্থানান্তরিত হয়েছে। পাশাপাশি, ০.৫ কিলোমিটার ওয়্যারিং রি-অ্যালাইনমেন্ট এবং সিগন্যালিং সিস্টেমের আধুনিকীকরণ করা হয়েছে। ট্রেন অপারেশনকে আরও নিরাপদ করতে ১১ মিটার ট্র্যাক স্থানান্তর করা হয়েছে।
আধুনিক প্রযুক্তির ব্যবহারে দ্রুত সমাপ্ত কাজ
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগমের নেতৃত্বে ৪০০-রও বেশি শ্রমিক এবং আধুনিক ট্র্যাক মেশিন, টাওয়ার ওয়াগন ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন হয়েছে।
পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর বলেন, শিয়ালদহ বিভাগের এই উন্নয়নমূলক প্রকল্প ট্রেন চলাচলকে আরও দ্রুত, নিরবচ্ছিন্ন ও নিরাপদ করবে। এর ফলে যাত্রীদের সুবিধা যেমন বাড়বে, তেমনই পরিষেবার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।