বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস সম্প্রতি একটি অনুষ্ঠানে ভারতের সেভেন সিস্টারের বাণিজ্যপথ খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। একসময় ভারতের বিরুদ্ধে চরম অবস্থান নেওয়া বাংলাদেশ, এখন আর্থিক সংকটে পড়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের সুযোগ সৃষ্টি করতে চাইছে। ইউনূস বলেন, “ভারতের সেভেন সিস্টারের মতোই আমাদের বাণিজ্যপথ খুলে, একসঙ্গে অর্থনৈতিক অঞ্চলে কাজ করতে পারব। আমাদের সমুদ্র বন্দর তাদের পণ্য আনা-নেওয়া করবে, তারাও আমাদের পণ্য আমদানি-রফতানি করবে।”
এই অবস্থান বদল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আর্থিক সংকটের কারণেও এসেছে। যখনই আমেরিকা বাংলাদেশের আর্থিক সাহায্য বন্ধ করেছে, তখন ইউনূস সরকার ভারতের কাছ থেকে সাহায্য চেয়ে বাণিজ্যিক সম্পর্ক গড়ার কথা বলছেন।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী মনে করেন, “বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত সমস্যা তৈরি হওয়ার পর ভারত-আমেরিকা সম্পর্কের কারণে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়েছে।”