২৩ ফেব্রুয়ারি রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান এর মধ্যে মহারণ হতে চলেছে। এক সপ্তাহ আগ থেকেই ম্যাচ নিয়ে উত্তেজনা শুরু হয়ে গেছে। ভারত ও পাকিস্তান নিজেদের জন্য সেরা দল এবং ক্রিকেটারদের বেছে নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেট তারকারা।
যুবরাজ সিং জানিয়েছেন, পাকিস্তান দুবাইয়ের মাটিতে কিছুটা এগিয়ে থাকবে। অন্যদিকে, ইনজামাম উল হক এবং নভজ্যোৎ সিং সিধু জানিয়েছেন যে ম্যাচটি ৫০-৫০ হবে, কারণ প্রতিটি দলই একইরকম শক্তিশালী।
তবে শাহিদ আফ্রিদি জানিয়েছেন, মাঠের পরিস্থিতি ও বডি ল্যাঙ্গোয়েজের ওপর ভিত্তি করে ম্যাচের ফল নির্ধারিত হবে। ভারত ও পাকিস্তানের এই লড়াই নিয়ে সবাই যে যার অভিজ্ঞতা দিয়ে নিজেদের পছন্দ ক্রিকেটারদের বেছে নিয়েছেন।
এদিকে, ভারতের তরুণ ক্রিকেটার শুভমন গিলকে নিয়ে যুবরাজ এবং পাকিস্তানের তরুণ সৌদ শাকিলকে নিয়ে শাহিদ আফ্রিদি এবং ইনজামাম উল হক দৃষ্টি রেখেছেন। সবমিলিয়ে, চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি তুঙ্গে, আর ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়েছে রবিবারের এই মহাযুদ্ধে।