বাংলাদেশের রাজনীতিতে ফের চাঞ্চল্য। নির্বাসিত শেখ হাসিনা সরাসরি জানিয়ে দিলেন, তিনি দেশে ফিরবেন এবং বিচার করবেন। সোমবার ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি এই ঘোষণা করেন, যা মুহূর্তেই রাজনৈতিক মহলে ঝড় তোলে।
গত জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা। তখন থেকেই তার অনুগামীরা অপেক্ষা করছিলেন কবে তিনি ফিরে আসবেন। এবার নিজেই জানালেন, ‘ওরা যতই দায়মুক্তি দিক, হত্যার কখনও দায়মুক্তি হয় না। হত্যার বিচার হয়। আমি আসি, অবশ্যই বিচার দেব। আমার বাবা-মা, ভাইকে যারা হত্যা করেছিল, তাদেরও দায়মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু আমি এসে বিচারের ব্যবস্থা করেছিলাম।’
তার এই মন্তব্য ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনের আবহ তৈরি হলেও বর্তমান তদারকি সরকার চাইছে, আওয়ামী লীগকে কোনওভাবেই নির্বাচনে অংশ নিতে না দিতে। অন্যদিকে, বিএনপিও সরকারকে চাপে ফেলার কৌশল নিচ্ছে। এর মধ্যেই হাসিনার এই বার্তা আওয়ামী লীগের অনুগামীদের উজ্জীবিত করছে।
নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। হাসিনার দল ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসমর্থন ফেরানোর চেষ্টা চলছে। তবে তদারকি সরকার ও বিরোধী দলগুলিও নড়েচড়ে বসেছে, ফলে লড়াই আরও কঠিন হতে চলেছে।