মোনালিসা ভোঁসলের জীবন যেন এক রূপকথার গল্প। ইন্দোরের এক সাধারণ পরিবারের মেয়ে, সংসারের অভাব মেটাতে মহাকুম্ভে মালা বিক্রি করতে এসেছিলেন তিনি। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। একদিন হঠাৎই তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ধূসর চোখ, মায়াবী চেহারার জন্য রাতারাতি তিনি হয়ে ওঠেন ইন্টারনেট সেনসেশন।
প্রথমে ব্যাপারটা উপভোগ করলেও পরে পরিস্থিতি বদলে যায়। হাজারো ক্যামেরা, ব্লগার, সাংবাদিকদের ভিড়ে তার স্বাভাবিক জীবন ব্যাহত হতে থাকে। মালা বিক্রি কমতে শুরু করে, যা নিয়ে সে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। এমন সময় তার কান্নার ভিডিওও ভাইরাল হয়। কিন্তু এই ঘটনাই যেন তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়।
পরিচালক সানোজ মিশ্র তার সম্ভাবনা বুঝতে পেরে সিনেমার জন্য তাকে চুক্তিবদ্ধ করেন। শোনা যাচ্ছে, প্রথম ছবির জন্য তাকে ২১ লাখ টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে, যার মধ্যে ১ লাখ টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এখন সে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে।
একসময় যে মেয়ে মহাকুম্ভে মালা বিক্রি করতেন, আজ তিনি বলিউডে কাজ করার স্বপ্ন দেখছেন। ভাগ্যের এমন মোড় বদলের গল্প যেন সিনেমার চেয়েও অবিশ্বাস্য।