নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৮ জন। তবু কমছে না ভিড়! প্রয়াগরাজের মহাকুম্ভমেলায় যেতে বিভিন্ন স্টেশনে উপচে পড়ছে পুণ্যার্থীদের ঢল। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েই এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলেন এক রেলকর্তা!
রবিবার বিহারের বক্সার স্টেশনে পরিদর্শনে এসেছিলেন দানাপুর বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) জয়ন্ত কুমার। সেখানেই রেললাইনের ধারে একদল গ্রামীণ মহিলাকে দেখে প্রশ্ন করেন, তাঁরা কোথায় যাবেন? মহিলারা জানান, তাঁরা মহাকুম্ভমেলায় যাচ্ছেন। কিন্তু তাঁদের কাছে কোনও টিকিট নেই!
ডিআরএম হতবাক! বিনা টিকিটে কেন চলেছেন? প্রশ্নের উত্তরে মহিলারা একসঙ্গে জানান, ‘‘মোদীজি অনুমতি দিয়েছেন!’’ এমন জবাবে আশপাশের লোকজন হেসে ফেললেও, হতবাক হয়ে যান রেলকর্তা।
অবশেষে ডিআরএম জয়ন্ত কুমার তাঁদের ভুল ভাঙান। তিনি স্পষ্ট জানান, ‘‘প্রধানমন্ত্রী বা অন্য কেউ বিনা টিকিটে ট্রেনযাত্রার অনুমতি দেননি।’’ মহিলাদের সতর্ক করে তিনি বলেন, টিকিট ছাড়া ট্রেনে উঠলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘‘ভিড় সামাল দিতে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। তবে, গুজবের ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠছে।’’
প্রশ্ন থেকেই যায়— এমন গুজব ছড়ালে রেলের প্রস্তুতি আদৌ সফল হবে তো?