এক সময় বক্স অফিস দাপিয়ে বেড়ালেও, সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ফ্লপ সিনেমার ধাক্কায় বেশ চাপে পড়েছেন অক্ষয় কুমার। ‘বেলবটম’, ‘রামসেতু’, ‘রক্ষাবন্ধন’— কোনো ছবিই বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। ‘ও মাই গড ২’ কিছুটা ব্যবসা করলেও, তার সাম্প্রতিকতম ছবি ‘খেল খেল মে’ সুপারফ্লপ হয়েছে।
এই অবস্থায় অভিনয়ের পাশাপাশি নতুন পেশার খোঁজ করলেন অক্ষয়! এবার তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। ইনস্টাগ্রামে শিবলিঙ্গের সামনে বসে থাকা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “ওম নমঃ শিবায়, মহাকালের শক্তি আর ভক্তি অনুভব করুন।”
অক্ষয়ের নতুন গানের অ্যালবামের নাম ‘মহাকাল চলো’, যেখানে তিনি শিবের আরাধনায় গান গাইবেন। নিজের গানের যাত্রা শুরু করার জন্য শিবের বন্দনাকেই বেছে নিয়েছেন তিনি।
বলিউডের খিলাড়ি এবার সংগীতের জগতে কতটা সফল হন, তা দেখার অপেক্ষায় দর্শকরা!