আমেরিকার রাজধানীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন টেসলার সিইও ইলন মাস্ক। এই বৈঠকের পরপরই টেসলা ভারতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ১৩টি পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে।
টেসলা দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছিল, তবে উচ্চ আমদানি শুল্কের কারণে এতদিন তারা সিদ্ধান্ত নেয়নি। এবার সংস্থাটি ভারতের বাজারে প্রবেশের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। জানা গেছে, টেসলা এই বছরই ভারতে তাদের গাড়ি বিক্রি শুরু করতে পারে এবং প্রাথমিকভাবে আমদানি করা গাড়ি বাজারে আনতে পারে।
নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লি ও মুম্বইতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে সার্ভিস টেকনিশিয়ান, স্টোর ম্যানেজার, সার্ভিস অ্যাডভাইজর, গ্রাহক সহায়তা বিশেষজ্ঞ ও কাস্টমার সাপোর্ট সুপারভাইজরের মতো পদ অন্তর্ভুক্ত রয়েছে। মুম্বইতে আরও কিছু অতিরিক্ত পদেও নিয়োগ হবে।
টেসলার ভারত আগমনের বিষয়ে এর আগেও বহুবার আলোচনা হয়েছে। তবে উচ্চ আমদানি শুল্ক এবং সংস্থার মূলধন সংক্রান্ত সমস্যার কারণে টেসলা এতদিন ভারতে বিনিয়োগে আগ্রহ দেখায়নি। গত বছর ইলন মাস্কের ভারত সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। এবার মোদীর সঙ্গে বৈঠকের পর সংস্থাটি ভারতে কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক পদক্ষেপ নিল।