শুভেন্দু অধিকারীর ‘জঙ্গিদের সরকার’ মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি এখন তপ্ত। বিরোধী দলনেতার এই বিস্ফোরক মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রমাণ দিতে পারলে তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। এবার শুভেন্দুকে সরাসরি ‘ডেডলাইন’ বেঁধে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বললেন, ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চান, নাহলে প্রমাণ দিন!
বুধবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, কীভাবে মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে জঙ্গিযোগের কথা জুড়ে দেওয়া হল, তার ব্যাখ্যা দিতে হবে শুভেন্দুকে। যদি তা না পারেন, তাহলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে।এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে। তিনি বলেন, প্রমাণ দিতে পারলে আমি মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেব। কিন্তু এভাবে সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করা হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, রাজ্যে ‘দ্বিতীয় মুসলিম লিগ সরকার’ চলছে। তার সেই মন্তব্যের পালটা জবাবেই এবার চড়াও তৃণমূল। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শুভেন্দু কি ৪৮ ঘণ্টার মধ্যে সত্যিই প্রমাণ দিতে পারবেন, নাকি হাঁটু মুড়ে ক্ষমা চাইতে হবে?