দিল্লির হবু মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শপথ নেওয়ার আগেই দিল্লির মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন। বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ৮ মার্চের মধ্যে দিল্লির মহিলাদের অ্যাকাউন্টে মাসিক ২৫০০ টাকা সহায়তা পৌঁছে যাবে।
বুধবার বিজেপির পরিষদীয় বৈঠকে রেখা গুপ্তাকে বিধানসভার নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এর পরপরই তিনি জানান, মহিলাদের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পূরণ করবে তাঁর সরকার। বিজেপির নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছিল, আপ সরকারের ২১০০ টাকার সাহায্যকে ছাড়িয়ে যাবে বিজেপি সরকার, সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবায়নের পথে।
রেখা গুপ্তা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। দিল্লির ৪৮ জন বিজেপি বিধায়ক মিলে একসঙ্গে এই প্রতিশ্রুতি রক্ষা করবে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে।”
বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে শপথ নিতে চলেছেন রেখা গুপ্তা। তার আগে তিনি কাশ্মীরি গেটের শ্রী মার্ঘাট ওয়াল হনুমান মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন। বিজেপির নতুন সরকার সম্পর্কে তিনি বলেন, “আমাদের প্রতিটি প্রতিশ্রুতি আমরা পূরণ করব, আগের সরকারকে প্রতিটি টাকার হিসাব দিতে হবে।”
বিজেপি সরকারের মন্ত্রিসভায় থাকছেন পরবেশ সাহেব সিং ভার্মা, আশিস সুদ, মনজিন্দর সিং সিরসা, রবিন্দর ইন্দ্রজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ সিং। নতুন সরকারের মন্ত্রীরা বলেন, “প্রধানমন্ত্রী মোদির দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। জনগণের স্বার্থেই আমরা কাজ করব।”
দিল্লির মহিলাদের জন্য এই আর্থিক সহায়তা বিজেপির অন্যতম বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। শপথের আগেই এমন সিদ্ধান্ত ঘোষণায় দিল্লির রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।