চিটফান্ড, চাকরি বিক্রি ও বিরোধী শূন্য পঞ্চায়েত—কুণাল-শতরূপের তপ্ত লড়াইয়ে বাংলার রাজনীতি!
রাজনীতি মানেই কি শুধু শাসকের পরিকল্পনা? সত্যের নামে মিথ্যার নাচন? নাকি বাংলার মানুষের সাথে প্রতারণা? এবার সেই লড়াইয়ের মঞ্চে কুণাল ঘোষ ও শতরূপ ঘোষ। একদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল, অন্যদিকে সিপিএমের তরুণ তুর্কি শতরূপ। একের পর এক বিস্ফোরক অভিযোগে আগুন জ্বলছে বাংলার রাজনীতিতে।
শতরূপ ঘোষের বজ্রনিনাদ—তৃণমূল চিটফান্ডের কোটি কোটি টাকার বিজ্ঞাপন নিয়েছে, অথচ তার কোনো হিসাব নেই! চাকরি বিক্রির দুর্নীতিতে মন্ত্রীরাও জড়িত! সরকারি অর্থ লুটপাট করে বান্ধবীর খাটের নিচে টাকা লুকানো নাকি তাঁদের ‘নতুন সংস্কৃতি’! এমনকি, বিরোধী শূন্য পঞ্চায়েত গড়তে পাঁচ কোটি টাকার পুরস্কারের কথাও উঠেছে! শতরূপের ভাষায়, বাংলায় গণতন্ত্রের কবর রচনা করেছে তৃণমূল!
কিন্তু কুণাল ঘোষ কি চুপ থাকবেন? সিপিএমের বিরুদ্ধে বিষোদগার করে পাল্টা দাবিতে তিনি ঝাঁঝিয়ে উঠলেন—চিটফান্ড কি নতুন? সিপিএমের সময় আনন্দমার্গীদের হত্যা করা হয়নি? বিরোধীদের গলা চেপে ধরা হয়নি? চাকরির নামে টাকা লুট কি তখন হয়নি? কুণালের দাবি, সিপিএমের হাত ধরেই রাজনীতিতে দুর্নীতির জন্ম, তৃণমূল তো শুধু সেই উত্তরাধিকার বহন করছে!
তবে রাজনীতির এই কাদা ছোড়াছুড়ির মাঝে একটাই প্রশ্ন—বাংলার মানুষ কি এই লড়াইয়ে সত্য খুঁজবে, নাকি বিভ্রান্তির আবর্তে ঘুরপাক খাবে? ক্ষমতার লড়াই কি চিরন্তন? নাকি একদিন মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে? অপেক্ষা বাংলার রায়ের!