২৭ বছর পর দিল্লি বিধানসভায় বিজেপির প্রত্যাবর্তন। দিল্লির নবগঠিত সরকারের নেতৃত্বভার থাকবে রেখা গুপ্তার ওপর। তিনিই হলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। দিল্লির শালিমার বাগ বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবারের মতো নির্বাচিত বিধায়ক রেখা গুপ্তা বৃহস্পতিবার দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজধানীর ঐতিহাসিক রামলীলা ময়দানে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।
প্রবেশ ভার্মার হাতে থাকবে দায়িত্ব। রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করেছেন বিজেপি হাইকমান্ড। একই সঙ্গে, সূত্র থেকে তথ্য পাওয়া গেছে যে, প্রবেশ ভার্মাকে উপ-মুখ্যমন্ত্রী করা হবে। বলে রাখি যে, প্রবেশ ভার্মার হাতে থাকবে আরোও বিশেষ কিছু দায়িত্ব। শিক্ষা মন্ত্রণালয় সহ তিনটি বিভাগ দেওয়ার কথা বলা হচ্ছে প্রবেশ ভার্মার হাতে। প্রবেশ ভার্মার হাতে কোন কোন বিভাগের দায়িত্ব অর্পণ করা যেতে পারে সেই নিয়েই চলছে জল্পনা। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে অনেক এগিয়ে ছিলেন প্রবেশ ভার্মা। কিন্তু বিজেপির হাইকমান্ড তাঁকে মুখ্যমন্ত্রী করেননি। পরিবর্তে উপ-মুখ্যমন্ত্রী করেছেন।
পাশাপাশি, প্রবেশ ভার্মার হাতে একটি গুরুত্বপূর্ণ বিভাগ
হে গুরু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ইতিপূর্বে এই দায়িত্ব কেজরিওয়াল সরকারে মণীশ সিসোদিয়ার হাতে ছিল। সিসোদিয়া আপ সরকারের উপ-মুখ্যমন্ত্রীও ছিলেন। তবে সিসোদিয়ার জেলে যাওয়ার কারণে, অতিশীও এই দায়িত্বভার গ্রহণ করেন। এইভাবে, উপ-মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রবেশ ভার্মা মোট তিনটি দপ্তর পেয়েছেন। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি পিডব্লিউডি এবং তৃতীয়টি পরিবহন।