মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে প্রতিদিন কোটি কোটি মানুষ স্নান করছেন, পবিত্র ডুব দিচ্ছেন। কিন্তু দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (NGT) এক রিপোর্ট জানাচ্ছে, এই জল মোটেও শুদ্ধ নয়, এতে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে। যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দাবি মানতে নারাজ। তাঁর পাল্টা বক্তব্য, মহাকুম্ভের জল শুধু স্নানের জন্যই নয়, পান করারও উপযুক্ত।
এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এবার প্রকাশ্যে যোগীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সংগীত পরিচালক বিশাল দাদলানি। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “স্যর, নিন্দকদের কথায় কান দেবেন না। আমরা আপনাকে বিশ্বাস করি। দয়া করে আপনি নিজেই নদী থেকে সরাসরি এই সুস্বাদু পানীয় জল তুলে পান করুন এবং তা ক্যামেরাবন্দি করুন।”
এখানেই থামেননি বিশাল। পরের পোস্টে আরও কটাক্ষ করে লিখেছেন, “আপনি যদি আমাশয়, কলেরা, কৃমির ভয় না পান, তাহলে বুঝতে হবে আপনি বিশেষ ক্ষমতাধারী। দয়া করে আপনি নিজে ও আপনার পরিবারকে নিয়ে এই নর্দমায় ডুব দিন।”
এটি প্রথমবার নয়, এর আগেও মহাকুম্ভ নিয়ে সমালোচনা করেছেন বিশাল। পদপিষ্টের ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। তবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর তাঁর এই চ্যালেঞ্জ নতুন করে বিতর্ক উসকে দিল।