দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে বেশ কিছু এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমবে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। মহাশিবরাত্রির দিন, ২৬ ফেব্রুয়ারি, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি, দু-একদিনের মধ্যে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে, তবে পরে আবার তা কিছুটা কমবে।