চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসার পাশাপাশি সমালোচনার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতীয় পেসার মহম্মদ শামি। তিনি জানালেন, এসব নিয়ে তিনি মাথা ঘামান না এবং মনে করেন, অন্যদেরও চিন্তা করা উচিত নয়।
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে। শামি পাঁচ উইকেট নিয়ে ম্যাচের ভিত গড়ে দিয়েছিলেন। এরপর শুভমন গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে সহজেই জয় পায় ভারত। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় খেলার বিশ্লেষণ খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেউ ভালো খেললে যেমন প্রশংসা হয়, খারাপ খেললেই মুহূর্তের মধ্যে শুরু হয় সমালোচনা।
এই প্রসঙ্গে শামি বলেন, তিনি এসব বিষয় একদমই গুরুত্ব দেন না। তাঁর মতে, সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছু বলা হয়, যা অপ্রয়োজনীয় এবং অনেকেই চান না। তাই তিনি মনে করেন, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো মানে নেই। বরং কাছের মানুষ, সতীর্থ এবং টিম ম্যানেজমেন্ট কী বলছে, সেটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
এর আগেও শামির ব্যক্তিগত জীবন নিয়ে বহু বিতর্ক হয়েছে। নানা সময়ে ট্রোলিং ও সমালোচনার শিকার হয়েছেন তিনি। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় মানসিক চাপেও ছিলেন। তবে সব কিছুকে পিছনে ফেলে এখন তিনি সম্পূর্ণ খেলায় মনোনিবেশ করেছেন।
আগামী পাকিস্তান ম্যাচের আগে শামি জানেন, ভালো খেললে প্রশংসা হবে, আর খারাপ খেললে সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনা হবে। তবে তিনি এই বিষয়গুলোতে গুরুত্ব না দিয়ে পারফরম্যান্সেই বিশ্বাস রাখতে চান। তাঁর মতে, শেষ কথা বলে মাঠের খেলা।