বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল আবারও চর্চার কেন্দ্রে। পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ হিসেবে খ্যাত শেহনাজের মিষ্টি স্বভাব ও প্রাণবন্ত উপস্থিতি বরাবরই অনুরাগীদের মন কেড়েছে। কিন্তু এবারে তাঁকে নিয়ে প্রশংসার বদলে শুরু হয়েছে প্রবল সমালোচনা।
সম্প্রতি সিডনিতে বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে একগুচ্ছ ছবি শেয়ার করেন শেহনাজ। কালো সুইমস্যুট ও নীল শর্ট প্যান্টে তাঁকে যথেষ্ট আকর্ষণীয় দেখাচ্ছিল। তবে নেটিজেনদের নজর গিয়েছে অন্যদিকে। ছবিতে দেখা যায়, শেহনাজের শর্ট প্যান্টের চেন খোলা! ব্যস, আর যায় কোথায়! মুহূর্তের মধ্যে এই ছবি ভাইরাল হয়ে যায়, আর তাতেই শুরু হয় তুমুল সমালোচনা।
অনেকেই শেহনাজের পোশাকের ভুলটিকে সাধারণ বিষয় বলেই মনে করেছেন, কিন্তু কিছু নেটিজেন একেবারে বিদ্রুপে নেমে পড়েন। কেউ কেউ তাঁকে ‘সস্তার উরফি’ বলে কটাক্ষ করেন। তাঁদের মতে, উরফি জাভেদের মতো অদ্ভুত পোশাক পরার দিকেই নাকি হাঁটছেন শেহনাজ! তবে অনেকেই শেহনাজের পক্ষ নিয়ে মন্তব্য করেছেন যে, এটা নিছকই একটি দুর্ঘটনা এবং এত কিছু বলার কোনও প্রয়োজন নেই।
শেহনাজ নিজে এই বিতর্ক নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে তাঁর অনুরাগীরা জোর গলায় বলেছেন, অযথা এই বিষয়ে জলঘোলা না করাই উচিত। প্রত্যেকেরই নিজস্ব পোশাক পরার অধিকার আছে এবং ছোটখাটো ভুলকে বড় করে দেখা একেবারেই ঠিক নয়।
এই প্রথম নয়, বলিউডের বহু তারকাই তাঁদের পোশাক বিভ্রাটের জন্য ট্রোলের শিকার হয়েছেন। কখনও বিমানবন্দরে, কখনও বা জনসমক্ষে পোশাক নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় সেলেবদের। এবার সেই তালিকায় যোগ হল শেহনাজ গিলের নাম। তবে সমালোচনার তোয়াক্কা না করে বরাবরের মতোই নিজের স্বতঃস্ফূর্ততা বজায় রাখছেন তিনি।