শুক্রবার দুপুরে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল প্রাক্তন ছাত্র খাইরুল শেখের (২২)। চিকিৎসকদের একাংশের দাবি, গুলেন বারি সিনড্রোমের কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি। রাজ্যে এই রোগে এটি দ্বিতীয় মৃত্যু বলে জানা গিয়েছে।
মুর্শিদাবাদের সুতি থানার বাসিন্দা খাইরুল আর জি কর মেডিক্যাল কলেজের প্যারা মেডিক্যাল বিভাগের ছাত্র ছিলেন। কোর্স শেষের পর বিহারের পূর্ণিয়ার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করছিলেন। সেখানেই কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জ্বরের পর দেহের নিম্নাংশ অবশ হয়ে যায়। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কোনও উন্নতি না হওয়ায় তাঁকে ১৫ ফেব্রুয়ারি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
প্রথমে মেল মেডিসিন বিভাগে ভর্তি করানো হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। অবশেষে গতকাল দুপুর আড়াইটে নাগাদ মৃত্যু হয় খাইরুলের। চিকিৎসকদের মতে, গুলেন বারি উপসর্গ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
পরিবারের দাবি, গুলেন বারি সিনড্রোমের কারণেই প্রাণ হারিয়েছেন খাইরুল। মৃতের বউদি আসমা খাতুন বলেন, “আর জি কর থেকে পাস করার পর বিহারের হাসপাতালে চাকরি করছিলেন খাইরুল। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে আইসিইউ-তে রাখা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়। শেষরক্ষা হল না।”
গুলেন বারি সিনড্রোম একটি বিরল স্নায়ুরোগ, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার বিপর্যয় ঘটিয়ে স্নায়ুকে আক্রমণ করে। এই রোগে আক্রান্ত হলে ধীরে ধীরে শরীর অবশ হয়ে যায় এবং অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক কার্যক্ষমতা হারাতে থাকে। রাজ্যে এই রোগের পুনরাবৃত্তি হওয়ায় চিকিৎসকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে।