বসিরহাটে বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে পদ বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ, টাকার বিনিময়ে বাদুড়িয়ায় বিশ্বজিৎ পালকে পুর মণ্ডল সভাপতি করা হয়েছে। এর প্রতিবাদে বিজেপি কর্মীরা নিজেদের দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখান এবং পোস্টার লাগিয়ে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
গত ১৬ ফেব্রুয়ারি রাজ্যের বিভিন্ন ব্লকে বিজেপির নতুন মণ্ডল সভাপতি নিয়োগ করা হয়। বসিরহাটের বাদুড়িয়ায় বিশ্বজিৎ পালকে দায়িত্ব দেওয়ায় বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ, জেলা সভাপতি মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে পদ দিয়েছেন। এর প্রতিবাদে বিজেপি কার্যালয়ের সামনে পোস্টার পড়েছে এবং কার্যালয়ে তালাও ঝোলানো হয়েছে।
এই ঘটনা নিয়ে বিশ্বজিৎ পাল বলেছেন, “আমি কোনও টাকার বিনিময়ে সভাপতি হইনি, ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়েছি। আমাদের দলে কোনও গোষ্ঠীকোন্দল নেই, তৃণমূল চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করছে।”
তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপির বাংলায় জায়গা নেই। ওদের নিজেদের মধ্যেই লড়াই চলছে, তৃণমূল এর সঙ্গে জড়িত নয়।”
আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল এই ঘটনার মাধ্যমে প্রকাশ্যে চলে এসেছে। এখন দেখার, দলীয় নেতৃত্ব কী ব্যবস্থা নেয়।