ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের আগে উত্তেজনা তুঙ্গে। ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ম্যাচের আগে ভারতের প্রাক্তন তারকা যুবরাজ সিং বড় ভবিষ্যদ্বাণী করেছেন রোহিত শর্মাকে নিয়ে।
যুবরাজ বলেছেন, রোহিত শর্মা যদি ফর্মে থাকেন, তাহলে ৬০ বলেই সেঞ্চুরি করতে পারেন। তার স্ট্রাইক রেট সাধারণত ১২০-১৪০-এর মধ্যে থাকে, কিন্তু যখন ছন্দে থাকেন, তখন চার-ছক্কার বৃষ্টি করেন। পাকিস্তানের বিপক্ষে তার আগের রেকর্ডও দুর্দান্ত— ১৯ ম্যাচে ৮৭৩ রান, ২টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরি।
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পর, বাংলাদেশ ম্যাচেও ৩৬ বলে ৪১ রান করেছেন রোহিত। এবার পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট কেমন চলে, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। যদি যুবরাজের ভবিষ্যদ্বাণী মিলে যায়, তাহলে পাকিস্তানের ম্যাচে বড়সড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে!