আগামী ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে দলের ভেতরে ও বাইরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, যেখানে তিনি দলের ভবিষ্যৎ কৌশল, গোষ্ঠীকোন্দল নিরসন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন।
রাজ্যজুড়ে তৃণমূলের সংগঠন গত ১৫ বছরে অনেকটা শক্তিশালী হলেও, বিভিন্ন জেলায় গোষ্ঠীকোন্দল, আইপ্যাক নিয়ে ক্ষোভ এবং সাংগঠনিক চ্যালেঞ্জ সামনে এসেছে। মমতা আগেও কড়া ভাষায় গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে নির্দেশ দিলেও, দলীয় অন্দরমহলে এটি কতটা কমেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এই রাজনৈতিক আবহে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সম্মেলন শুরু হবে, যেখানে পঞ্চায়েত, ব্লক, জেলা এবং রাজ্য স্তরের নেতা-নেত্রীরা অংশ নেবেন। এর আগে ২৬ ফেব্রুয়ারি (সোমবার) তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে।
তৃণমূলের পাশাপাশি সিপিএম তাদের রাজ্য সম্মেলন করছে, বিজেপি সাংগঠনিক পুনর্গঠনে ব্যস্ত। ফলে সব দলের মধ্যেই পরবর্তী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মমতা এই রাজ্য সম্মেলনে কী বার্তা দেন, সাংগঠনিক বদল বা নতুন কৌশল গ্রহণ করেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।