হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত রাস্তার দু’পাশ সাজানো হবে পলাশ গাছের সারিতে। মুখ্যমন্ত্রী নিজেই এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। আগামী বর্ষায়, অর্থাৎ জুন-জুলাই মাসে হাজরা মোড়ের যতীন দাস পার্ক থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত হাজরা রোডের দু’পাশে মোট ১২০টি পলাশ গাছ লাগাবে কলকাতা পুরসভার উদ্যান বিভাগ।
এই উদ্যোগের পেছনে রয়েছে ১৯৯০ সালের ১৬ অগস্টের ঘটনা। সেদিন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদে হাজরা মোড়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। সেই সময় জনাকয়েক যুবক তাঁর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে, যার ফলে তিনি গুরুতর আহত হন এবং দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তৃণমূল কংগ্রেসের সাইবার সেল এটিকে ‘আত্মদর্শন দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামী পরিবেশ দিবসে আনুষ্ঠানিকভাবে পলাশ গাছ রোপণ শুরু হবে। এছাড়া, ১৬ অগস্ট ‘আত্মদর্শন দিবস’ উপলক্ষে যতীন দাস পার্কে একটি বড় পলাশ গাছ রোপণ করা হবে, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন।
এছাড়া, হাজরা মোড়ে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তির পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানে একটি ফলক বসানোর পরিকল্পনাও রয়েছে। ইতিমধ্যে কলকাতা পুরসভার উদ্যান বিভাগের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই এটি বাস্তবায়িত হবে।