প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন প্রধান সচিব হিসেবে নিয়োগ পেলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। শনিবার কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।
২০১৮ সাল থেকে ছয় বছর ধরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন শক্তিকান্ত দাস। প্রায় চার দশকের সরকারি প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তাঁর, যার মধ্যে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনে অর্থনীতি, কর ব্যবস্থা, শিল্প ও পরিকাঠামো সংক্রান্ত নীতি নির্ধারণের কাজ।
বিশেষত, করোনা মহামারির সময় দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসেবে তাঁর নতুন ভূমিকা অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।