আরজি কর কাণ্ডের পর থেকেই রাজ্য সরকার এবং চিকিৎসক মহলের একটা বড় অংশের মধ্যে দূরত্ব বেড়েছে। নির্বাচনের প্রাক্কালে এই পরিস্থিতি শাসক দলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
এই দূরত্ব কমিয়ে সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে সরকার নতুন বছরে উদ্যোগী হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ, সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া আলোচনার পর এবার রাজ্যের চিকিৎসকদের সঙ্গে সরাসরি ধনধান্যে মঞ্চে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী।
তবে, এই বৈঠকে WBJDF-এর চিকিৎসকরা অংশ নেবেন কি না, তা নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। অবশেষে স্পষ্ট হয়েছে, জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং আরজি কর-কাণ্ডে প্রতিবাদী চিকিৎসকরা এই আলোচনায় থাকছেন না। তাঁদের দাবি, ছয় মাস পেরিয়ে গেলেও বহু গুরুত্বপূর্ণ দাবি এখনও পূরণ হয়নি। সেই কারণেই তাঁরা বৈঠক থেকে নিজেদের দূরে রাখছেন।
যদিও জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকরা উপস্থিত থাকছেন না, কিন্তু সেই সময় গঠিত পাল্টা সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা বৈঠকে যোগ দেবেন।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নানা সংকট মেটাতে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। হাসপাতাল ও মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ড, নকল ওষুধের অভিযোগ, রেফার রোগীর সমস্যা-সহ একাধিক বিতর্কিত ইস্যুতে সমাধানের পথ খুঁজতেই এই বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় চলমান সংকট নিরসনে মুখ্যমন্ত্রী আজ কড়া অবস্থান নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
Leave a comment
Leave a comment