উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার ও বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এতে দৃশ্যমানতা কমতে পারে, যা যানবাহন চলাচলে সমস্যা তৈরি করতে পারে।
তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং ফেব্রুয়ারির শেষে ও মার্চের শুরুতে গরমের দাপট আরও বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে কলকাতার তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে, অর্থাৎ মার্চ মাসের গোড়ার দিকেই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯২ শতাংশের মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকবে।
বুধবার পর্যন্ত কলকাতায় আবহাওয়া অনেকটাই স্বস্তিদায়ক থাকলেও, সপ্তাহের শেষ থেকেই বাড়বে গরম। আবহাওয়াবিদদের অনুমান, মার্চ মাসের শুরুতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। তাই এখন থেকেই গরমের প্রস্তুতি নিতে বলছেন বিশেষজ্ঞরা।