সেলিব্রিটি হওয়ার সুবিধা যেমন আছে, তেমনই রয়েছে অস্বস্তিকর মুহূর্তও। সোমবার সন্ধ্যায় ঠিক এমনই এক পরিস্থিতির সম্মুখীন হলেন বলিউড তারকা রণবীর কপূর ও আলিয়া ভট্ট। সম্প্রতি তাঁদের পরিবারে বিয়ের উৎসব মিটেছে—রণবীরের তুতো ভাই আদর জৈন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলেখা আডবাণীর সঙ্গে। সেই পর্ব শেষ হতেই সাধারণ পোশাকে বেরিয়ে পড়েন রণবীর ও আলিয়া। কিন্তু তাঁদের দেখে চারপাশে মুহূর্তের মধ্যেই জমে যায় ভক্তদের ভিড়।
যথারীতি তাঁদের ঘিরে ধরেন পাপারাজ্জিরা, ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠতে থাকে। কিন্তু সমস্যা বাঁধে তখনই, যখন কয়েকজন মহিলা ভক্ত উত্তেজিত হয়ে আলিয়ার হাত ধরে টানতে থাকেন। আচমকা এই ঘটনায় হতবাক হয়ে যান অভিনেত্রী। কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না। কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে যান তিনি, যেন ভাবছেন—‘রণবীর, আমায় সাহায্য করো!’
স্ত্রীর এই অসহায় অবস্থা দেখে এক মুহূর্তও দেরি করেননি রণবীর। সঙ্গে সঙ্গেই তিনি আলিয়াকে নিরাপদে বের করে আনার দায়িত্ব নেন। এক হাতে শক্ত করে তাঁকে আগলে ধরেন, অন্য হাতে জনতার ভিড় সরিয়ে রাস্তা তৈরি করতে থাকেন। তাঁর এই প্রতিক্রিয়া অনেকের প্রশংসা কুড়োলেও, কিছু নেটিজেন আবার সমালোচনা করতেও ছাড়েননি। তাঁদের মতে, রণবীর ভিড় সামলানোর সময় একটু বেশি রুক্ষ হয়ে গিয়েছিলেন। তাঁর বিরক্তি নাকি স্পষ্ট ছিল চোখেমুখে।
এই ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বহুবার রণবীরকে একইভাবে আলিয়া বা তাঁদের কন্যা রাহাকে জনতার হাত থেকে রক্ষা করতে দেখা গিয়েছে। কখনও বিমানবন্দরে, কখনও কোনও অনুষ্ঠানস্থলে—প্রতিবারই তিনি পরিবারের পাশে থেকেছেন এক অভিভাবকের মতো। কখনও ভক্তদের প্রতি বিনয়ের সঙ্গে হাতজোড় করে অনুরোধ করেছেন, আবার কখনও বিরক্তি প্রকাশ করতে দ্বিধা করেননি।
তবে যা-ই হোক না কেন, এই ঘটনাগুলো প্রমাণ করে যে, রণবীর তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন ও যত্নশীল। স্ত্রী ও সন্তানের সুরক্ষার ব্যাপারে তিনি কোনও ঝুঁকি নিতে চান না। জনপ্রিয়তার কারণে ব্যক্তিগত পরিসর হারিয়ে ফেলা তারকাদের জন্য এটি অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু রণবীর যেভাবে এই পরিস্থিতি সামলালেন, তা দেখেই বোঝা যায়, তিনি নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন।
Leave a comment
Leave a comment