ক্ষমতায় এসে প্রায় প্রতিদিনই একটা না একটা নিয়ম জারি করে চমক দেখিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপানো থেকে শুরু করে ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তির খসরা বানানো সবেতেই সুনিপুনভাবে আমেরিকার কোষাগারে বিপুল অর্থের জোগানের বন্দোবস্ত করতে চাইছেন তিনি। এবার আসতে চলেছে তাঁর প্রস্তাবিত ‘গোল্ড কার্ড’। ট্রাম্পের এই নিয়ম চালু হলে বিপুল বিত্তশালী বিদেশীরা সহজেই আমেরিকার নাগরিকত্ব পেতে পারবে। তবে এর জন্যে সেই ব্যক্তিকে কিনতে হবে ‘গোল্ড কার্ড’ যার মূল্য পাঁচ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই গোল্ড কার্ডের দাম দাঁড়াচ্ছে প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে এই ‘গোল্ড কার্ড’ বিদেশীদের গ্রিন-কার্ড বসবাসের মর্যাদা এবং আমেরিকান নাগরিকত্বের পথ প্রদান করবে। ট্রাম্পের অনুমান যে প্রায় এক মিলিয়ন কার্ড বিক্রি হবে। ‘গোল্ড কার্ড’ থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে পৌঁছবে বলেও জানিয়েছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ‘ইবি-৫’ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামটি বদল করবেন, তার পরিবর্তে বিদেশী বিনিয়োগকারীদের বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগের পাশাপাশি মার্কিন চাকরি সৃষ্টি করার সুযোগ করে দেবেন।এই স্কিম সম্পর্কে আরও বিশদ তথ্য দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। তবে এর জন্যে আইনসভার অনুমোদন নিতে হবে বলে মনে করেন না তিনি।
এই ‘ইবি-৫’ প্রোগ্রামটি আসলে কী? ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে বিদেশী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন। বিদেশীদের মার্কিন ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতিতে ‘গ্রিন কার্ড’ প্রদান করা হয়।মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দ্বারা পরিচালিত এই অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রাম, ১৯৯০ সালে মার্কিন কংগ্রেসের অনুমোদন পেয়েছিল।তবে এই নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর থাকবে না বলেই মনে করছেন অনেকে।
সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, “আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি… আমরা এই কার্ডের মূল্য প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করব। এটি আপনাকে গ্রিন-কার্ড সুবিধা দেবে এবং এটি আমেরিকান নাগরিকত্বের একটি পথও হবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন।” একজন সাংবাদিক রাশিয়ানরা এই স্কিমের জন্য যোগ্য কিনা তা জানতে চাওয়ায় ট্রাম্প জানান যে রাশিয়ান ধনকুবেররা এর যোগ্য হতে পারে। তিনি বলেন আমি কিছু রাশিয়ান ধনকুবেরকে চিনি যারা খুব ভাল মানুষ।
Leave a comment
Leave a comment