সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষার নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, আগামী বছর থেকেই বছরে দু’বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে এবং দ্বিতীয় পরীক্ষা মে মাসে। পরীক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো একবার পরীক্ষা দিতে পারবেন অথবা চাইলে দু’বার বসার সুযোগ পাবেন। যারা প্রথম পরীক্ষায় আশানুরূপ নম্বর তুলতে পারবেন না, তারা দ্বিতীয়বার বসে ভালো ফল করার চেষ্টা করতে পারবেন।
মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে নতুন পরীক্ষাব্যবস্থার এই খসড়া প্রকাশ করা হয়েছে। CBSE-এর তরফে জানানো হয়েছে, প্রথম পরীক্ষার পর সরাসরি ফলাফল প্রকাশ করা হবে না। বরং, ডিজি লকারে আপলোড করা হবে নম্বর। যারা নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট থাকবেন, তারা দ্বিতীয়বার পরীক্ষা না-ও দিতে পারেন। তবে যারা নিজেদের নম্বর উন্নত করতে চাইবেন, তাদের জন্য দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। মে মাসের পরীক্ষা শেষ হওয়ার পরই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।
শিক্ষাবিদদের একাংশের মতে, এই নিয়ম চালু হলে পরীক্ষার চাপ অনেকটাই কমবে। সাধারণত একবার পরীক্ষায় খারাপ ফল করলে পড়ুয়াদের নতুন শিক্ষাবর্ষের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু এই নতুন নিয়মে একই বছরে দ্বিতীয়বার বোর্ডের পরীক্ষায় বসার সুযোগ থাকবে। ফলে যারা প্রথমবার ভালো ফল করতে পারবে না, তারা কয়েক মাসের মধ্যেই দ্বিতীয়বার নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে।
CBSE জানিয়েছে, ৯ মার্চ পর্যন্ত ওয়েবসাইটে এই প্রস্তাবিত খসড়ার ওপর মতামত জানাতে পারবেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। নতুন নিয়ম কার্যকর হলে দেশের শিক্ষাব্যবস্থায় এটি একটি যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে বলে মনে করছে শিক্ষা মহল।