ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে নেটে ব্যাটিং অনুশীলনে মনোনিবেশ করেছেন। তবে এবার দেখা গেল একটু ভিন্ন চিত্র। তিনি শ্যাডো ব্যাটিং এবং নির্দিষ্ট কিছু শটের উপর বেশি জোর দিচ্ছেন, যেন আসন্ন প্রতিযোগিতার জন্য নিজেকে নিখুঁতভাবে প্রস্তুত করতে পারেন।
সূত্রের খবর, রোহিত শর্মা নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেও খুব বেশি ঝুঁকিপূর্ণ শট খেলছেন না। বরং, প্রতিপক্ষের বোলারদের পরিকল্পনা বুঝে নেওয়ার কৌশল তৈরি করছেন। এর ফলে ধারণা করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ওপেনার বেশ রক্ষণাত্মক ও হিসেবি মনোভাব নিয়ে মাঠে নামবেন।
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা বর্তমানে ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনা চলছে। তিনি কীভাবে প্রতিপক্ষের শক্তিশালী বোলিং আক্রমণের মোকাবিলা করবেন, সেটাই এখন দেখার বিষয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিত শর্মার এই কৌশলী অনুশীলন আসন্ন টুর্নামেন্টে ভারতের ব্যাটিং পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন দেখার বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর নেতৃত্বে ভারত কতটা সফল হতে পারে।