সোদপুর স্টেশন চত্বরে রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা। শিবরাত্রির রাতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই মহিলার। লাইনের ওপর দিয়ে হাঁটার সময় আচমকা ধেয়ে আসে ট্রেন, মুহূর্তের মধ্যেই সব শেষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত তখন প্রায় সাড়ে ন’টা। স্টেশন চত্বর কিছুটা ফাঁকা। দুই মহিলা ব্যস্ত ছিলেন লাইন পেরোনোর কাজে। আচমকাই সিগন্যাল পেয়ে ধেয়ে আসে ডাউন শান্তিপুর লোকাল। একটুও সময় পাননি তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের গতিবেগ বেশি ছিল। ধাক্কা লাগতেই ছিটকে পড়েন দুই মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
শুধু শিবরাত্রি নয়, প্রতি উৎসবের রাতে এভাবেই স্টেশন চত্বরে বাড়ে অসতর্কতা। প্রত্যেক বছর অসংখ্য দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র নিয়ম না মানার জন্য। রেল কতৃপক্ষ বারবার মাইকিং করে সতর্কবার্তা দিচ্ছে, তবুও সচেতন হচ্ছে না মানুষ। বুধবারের ঘটনা ফের সেই অভিযোগকেই উস্কে দিল।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। দ্রুত দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত মৃত দুই মহিলার পরিচয় জানা যায়নি। রেল পুলিশ সূত্রে খবর, তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে, মর্মান্তিক দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য থমকে যায় স্টেশন চত্বর। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। যদিও কিছুক্ষণ পরেই ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে একইভাবে দুর্ঘটনা ঘটেছিল মেমারি স্টেশনে। সেখানেও দুই মহিলা ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি প্রশ্ন তুলে দিচ্ছে নিরাপত্তা ব্যবস্থার উপর। তা সত্ত্বেও সচেতন হচ্ছে না কেউ। রেল পুলিশ জানায়, ট্র্যাক পারাপার করার সময় সতর্কতা অবলম্বন করাই একমাত্র সমাধান। অন্যথায় দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়তেই থাকবে।