ভারতের ডিরেক্ট-টু-হোম (DTH) পরিষেবা দুনিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। টাটা প্লে ও ভারতী এয়ারটেলের টেলিমিডিয়া লিমিটেড একীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার সংস্থার তরফে জানানো হয়, দুই সংস্থার মধ্যে চুক্তি হলে ভারতীয় DTH বাজারের ভারসাম্য বদলে যেতে পারে।
সূত্রের খবর, এই মার্জারে শেয়ার লেনদেনের আলোচনা চলছে। এয়ারটেল মার্জারের পর ৫২ শতাংশ অংশীদারিত্ব পাবে, যেখানে টাটা প্লের শেয়ারের পরিমাণ হবে ৪৫ থেকে ৪৮ শতাংশ। তবে সংস্থার পরিচালনার দায়িত্ব থাকবে এয়ারটেলের হাতেই। বোর্ড মিটিংয়ে টাটা গ্রুপের জন্য নির্দিষ্টভাবে অন্তত দুটি আসন থাকবে।
বর্তমানে টাটা প্লে দেশের সবচেয়ে বড় DTH পরিষেবা প্রদানকারী সংস্থা, যা আগে ‘টাটা স্কাই’ নামে পরিচিত ছিল। ছয় বছর আগে ওয়াল্ট ডিজনি কোম্পানি, রুপার্ট মার্ডকের টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স অধিগ্রহণের পর এর নাম বদল হয়। বর্তমানে সংস্থাটি প্রায় ২৩ মিলিয়ন গ্রাহককে পরিষেবা দেয়।
এই চুক্তি বাস্তবায়িত হলে, DTH বাজারে আরও প্রতিযোগিতা বেড়ে যাবে। বিশেষত, সম্প্রতি ওয়াল্ট ডিজনির স্টার ইন্ডিয়া ও রিলায়েন্সের ভায়াকম ১৮ মার্জ হয়ে জিওস্টার (JioStar) তৈরি হয়েছে, যা বর্তমানে দেশের বৃহত্তম মিডিয়া ও এন্টারটেনমেন্ট সংস্থা। এবার যদি টাটা ও এয়ারটেলের সংযুক্তিকরণ হয়, তাহলে DTH বাজারের কাঠামো বদলে যাবে।
বিশেষজ্ঞদের মতে, টেলিকম ও ব্রডকাস্টিং পরিষেবার একীভূতকরণের ফলে ব্যবহারকারীরা আরও উন্নত পরিষেবা পেতে পারেন। সেইসঙ্গে ডিজিটাল কনভারজেন্সের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখন দেখার, এই চুক্তি বাস্তবায়িত হলে দেশের DTH পরিষেবায় কত বড় প্রভাব পড়ে!