রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিল তৃণমূল কংগ্রেস ও ভোটকুশলী সংস্থা আইপ্যাকের সম্পর্ক। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর বাংলার রাজনৈতিক মঞ্চে আত্মপ্রকাশ করে আইপ্যাক, এরপর ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে গুরুত্বপূর্ণ কৌশলী ভূমিকা পালন করে। নির্বাচনের আগে একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও, রাজ্যের অধিকাংশ আসনে জয় ছিনিয়ে নেয় তৃণমূল। তবে, ভোটের পর দলের অন্দরে আইপ্যাকের কার্যক্রম নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়, যা প্রকাশ্যেও উঠে আসে নেতাদের কথায়।
সম্প্রতি আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের সঙ্গে থাকবে আইপ্যাক। এই ঘোষণার মাধ্যমে যাবতীয় গুঞ্জনের ইতি টানলেন তৃণমূল সুপ্রিমো।
বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটি প্রশান্ত কিশোরের আইপ্যাক নয়। ওরা এখন নিজেদের পৃথক রাজনৈতিক সংগঠন তৈরি করেছে। বর্তমান আইপ্যাক সম্পূর্ণ নতুন টিম, তাদের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে। অহেতুক বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো বন্ধ করা দরকার, সকলকে মিলেই কাজ করতে হবে।”
তবে কয়েক মাস আগেও দলীয় বিধায়কদের এক বৈঠকে মমতা আইপ্যাকের কার্যক্রম নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “আমি প্যাক-ফ্যাক বুঝি না। বিভিন্ন ভুল তথ্য আমাকে বিভ্রান্ত করেছে। এবার থেকে কেবল সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।” এই মন্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা ধরে নিয়েছিলেন, তৃণমূল ও আইপ্যাকের সম্পর্ক হয়তো আর দীর্ঘস্থায়ী হবে না।
এদিকে, কিছুদিন আগেই দলের বর্ষীয়ান বিধায়ক মদন মিত্র প্রকাশ্যে আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “আইপ্যাকের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের নির্মল ভাবমূর্তিতে দাগ লেগেছে।” সেই বক্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধলেও, অবশেষে দলীয় কর্মীদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, ভবিষ্যত রাজনৈতিক পরিকল্পনায় আইপ্যাকের উপস্থিতি অক্ষুণ্ণ থাকছে।
তৃণমূলের এই সিদ্ধান্ত স্পষ্ট করছে যে ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে ফের ভোটকুশলী সংস্থার সাহায্য নিতে চলেছে তারা। অতীতের নানা টানাপোড়েন ও সংশয়ের পর অবশেষে তৃণমূল ও আইপ্যাক আবারও একসঙ্গে পথ চলার বার্তা দিল, যা আগামী ভোটের সমীকরণকে আরও আকর্ষণীয় করে তুলবে।
Leave a comment
Leave a comment