ভিন রাজ্যের ভোটাররা বাংলার ভোটার তালিকায় নাম লিখিয়েছেন, এমন অভিযোগে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। একেবারে একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে ভোটার কার্ড থাকার বিষয়টি সামনে এসেছে। এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন, এবং জেলা প্রশাসনকে এ ব্যাপারে আরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, অভিযোগ পেলেই তা তদন্ত করা হবে।
এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগের পরই কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সমস্ত জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এবং যুব সংক্রান্ত কর্মকর্তাদের (ইয়ারও) সঙ্গে আলোচনা করা হয়। মুর্শিদাবাদ জেলার পাশাপাশি অন্য আরও একটি জেলার ভোটার তালিকায় একই নম্বরের এপিক কার্ডের খোঁজ পাওয়া গেছে, যা কমিশনের নজরে এসেছে।
এ ব্যাপারে প্রতিটি অভিযোগ কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানানো হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের কার্ডগুলো নিয়ে তদন্ত করা হবে। নির্বাচন কমিশন ভবিষ্যতে যাতে আর কোনো অস্বাভাবিকতা না ঘটে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছে।
এখনো পর্যন্ত মুর্শিদাবাদ ও একাধিক জেলার ভোটার তালিকায় যে ধরনের ত্রুটি ধরা পড়েছে, তাতে নির্বাচন কমিশন অত্যন্ত মনোযোগী হয়ে উঠেছে। এই কারণে আগামী ৪ মার্চ মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা। রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দীব্যেন্দু দাসও এই বৈঠকে উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের এই তৎপরতা বাংলার ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখবে এবং অবৈধ ভোটারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।