নেপাল আবার ভূমিকম্পে কেঁপে উঠল। একাধিক শহর ও গ্রামের বাসিন্দারা ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন। নেপালের বাগমতি প্রদেশে বুধবার রাত ২ টো ৩৬ মিনিট নাগাদ ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে তার কম্পন বিহার, সিকিম, শিলিগুড়ি এবং দার্জিলিং পর্যন্ত পৌঁছায়।
ভূমিকম্পের পর নেপালের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ঘুমন্ত অবস্থায় ভূমিকম্প অনুভব করেন এবং হঠাৎ ঝাঁকুনিতে তারা ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। গণেশ নেপালি নামে এক বাসিন্দা সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, “আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ প্রচন্ড ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। ভূমিকম্প বুঝতে পেরেই আমরা দৌড়ে পালিয়ে যাই বাড়ি থেকে।”
ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের বাগমতি প্রদেশ, যা ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল। তবে ভূমিকম্পের কারণে নেপালে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একাধিক বাড়ি ও পুলিশ পোস্টে ফাটল ধরেছে, তবে প্রশাসন এখনও ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা করছে।
এদিকে, ভূমিকম্পের জেরে কিছু এলাকায় ধস নেমেছে। নেপালের কোশি এলাকার পুরসভার চেয়ারম্যান পাসাং শেরপা জানান, দুগুনাগড়ি এলাকায় ধস নেমেছে, তবে আশেপাশে কোনো বাড়ি না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
নেপালে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়ালেও, এখনও পর্যন্ত বড় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এলাকাবাসী সতর্ক থাকবেন বলে প্রশাসন জানিয়েছে।