বৃহস্পতিবার এমনিই আওয়াজ তুলে প্রতিবাদ ডেপুটেশনে সামিল হলেন পুরুলিয়ার পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা।
এদিন পুরুলিয়া পৌরসভার যুবিলি ময়দানে প্রতিবাদের পাশাপাশি পুরুলিয়া জেলা শাসক ও সর্বশিক্ষা মিশনে মোট ৬দফা দাবিতে একটি ডেপুটেশন জমা দেন তারা। আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের দাবি,পুরুলিয়া জেলার শিক্ষা ব্যবস্থার অন্যতম ভিত তারা। সাধারণ শিক্ষকদের মতো সমভাবে শিক্ষাদান দিলেও সম মর্যাদা তারা পাচ্ছেন না। দ্রব্যমূল্য বাজারে সামান্য বেতনে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। পরিবারের সন্তানদের শিক্ষা থেকে পরিবারের চিকিৎসা ব্যবস্থা সবটাই তাদের ঘাড়ে। আর এই অবস্থায় বঞ্চনার স্বীকার হয়েছেন তাঁরা। আগামী দিনে তাদের বেতন বৃদ্ধির দাবিতে আজকের এই ডেপুটেশন। একই সাথে প্রভিডেন্ট ফান্ড, সমকাজে সমবেতন সহ মোট ৬ দফা দাবিতে তাদের এই ডেপুটেশন বলে জানান সংগঠনের নেতৃত্ব। নিখিল নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পুরুলিয়া জেলার পক্ষে পরিমল ব্যানার্জি ক্ষোভের সাথে জানান। আমরা কেউ ভালো অবস্থায় নেই। শরীর অসুস্থ হলে কেউ ভয়ে ডাক্তার দেখায় না, কেউ টেস্ট করায় না। সকলে আমার সকলেই আমরা কুকুরের মত বেঁচে আছি। এই যত জনকে দেখছেন সকলেই জীবন্ত লাশ । বিদ্যালয়ের চেয়ার পেয়েছি চিঠিই কিন্তু কোন সম্মান নেই। একই সাথে স্কুলের অন্য শিক্ষকদের কারো বেতন ১ লক্ষ টাকার কাছাকাছি অথচ আমাদের বেতন কারো ১০ হাজার কারো ১৩ হাজার। প্রতিবাদ কর্মসূচিতে সামিল হওয়া পার্শ্ব শিক্ষিকা বনানী চট্টরাজ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাতর নিবেদন করে জানান ।” দিদি আমরা বাঁচতে চাই। আমরাও আমাদের ছেলেমেয়েদের ভালো শিক্ষায় শিক্ষিত করতে চাই। দয়া করে আমাদের দিকে একটু তাকান”।