বিয়ের দু’বছর পরেই সুখবর দিলেন বলিউড তারকা কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। তাঁদের সংসারে নতুন সদস্য আসছে, এমন ঘোষণা দিয়েছেন এ দম্পতি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে সিদ্ধার্থ-কিয়ারা জানান, তাঁদের জীবনের সেরা উপহার আসতে চলেছে।
তারা তাদের পোস্টে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দুটি জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা দেখা যাচ্ছে। ছবির সঙ্গে লেখা ছিল, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।” এই পোস্টের পরই তাদের অনুরাগী এবং বলিউডের বিভিন্ন তারকাদের শুভেচ্ছাবার্তা শুরু হয়ে গেছে। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কুরেশি, রিয়া কপূর সহ অনেকেই এই সুখবরের জন্য কিয়ারাকে এবং সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজকীয় কায়দায় বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তাঁদের বিয়ে নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন শোনা গেলেও এবার সত্যি সত্যি মা-বাবা হতে চলেছেন তারা। আগের বছরই একটি ছবির প্রচারে কিয়ারার পোশাক দেখে কিছু নেটাগরিকদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছিল যে, কিয়ারা হয়তো মা হতে চলেছেন, তবে সেই সময় সেই গুঞ্জন অমূলক প্রমাণিত হয়েছিল।
এদিকে, কিয়ারার ভবিষ্যৎ কাজের দিকে নজর দিলেও, সিদ্ধার্থ আগামীতে ‘পরম সুন্দরী’ ছবিতে অভিনয় করবেন। কিয়ারা বর্তমানে ‘ডন ৩’-এ রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধছেন।
এখন, সিদ্ধার্থ এবং কিয়ারার শুভ সংবাদে, তাদের পরিবার এবং অনুরাগীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।