কলকাতা পুরসভার অধীনস্থ একটি মডেল স্কুলের চত্বরে নিয়মিত মদ্যপানের অভিযোগ উঠে এল, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক স্থানীয় বাসিন্দার কাছ থেকে এ অভিযোগ শোনেন তিনি। অভিযোগের তীব্রতা বুঝে সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন মেয়র।
অভিযোগ অনুযায়ী, কলকাতার বাগদিপাড়ায় অবস্থিত ওই মডেল স্কুল চত্বরে প্রতিদিনই কিছু যুবক রাতের বেলায় মদের আসর বসায়। এতে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনই আতঙ্ক ছড়াচ্ছে স্কুলের পড়ুয়াদের মধ্যে। এমনকি অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এই পরিস্থিতি চলতে থাকলে শিক্ষার্থীরা স্কুলে আসতে নিরুৎসাহিত হতে পারে।
এমন অভিযোগ পেয়ে প্রথমে বিস্মিত হন মেয়র। তাঁর বক্তব্য, “স্কুল তো তালাবদ্ধ থাকে, তাহলে সেখানে বাইরের লোকজন কীভাবে ঢুকছে?” তবে অভিযোগকারী ব্যক্তি জোর দিয়ে জানান, স্থানীয় বাসিন্দারা প্রতিদিন রাতেই এই দৃশ্য দেখতে পান। এতে স্পষ্ট, নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় গাফিলতি রয়েছে।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মেয়র শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানতে চান, স্কুলের চাবি কার কাছে থাকে এবং কীভাবে এই অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঘটছে। এছাড়া, সম্প্রতি ওই এলাকায় একটি উৎসবের জন্য প্যান্ডেল বাঁধা হয়েছিল, যা এখনো সরানো হয়নি। মেয়রের সন্দেহ, এর ফাঁক গলেই কেউ ভিতরে প্রবেশ করতে পারে।
অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মেয়র জানিয়েছেন, তিনি নিজেই ওই স্কুল পরিদর্শনে যাবেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রকৃত পরিস্থিতি যাচাই করবেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাবাসী দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন।
Leave a comment
Leave a comment