কলকাতার গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা ৪৬ নম্বর বাস ফের পুরোপুরি সচল হতে পারে। বাসমালিকদের এক বৈঠকের পর জানা গেছে, আগামী ১ মার্চ থেকে এই রুটে সম্পূর্ণ পরিষেবা চালু হতে পারে।
গত কয়েক মাস ধরে এই রুটের বাস পরিষেবা সীমিত হয়ে গিয়েছিল। যাত্রীসংখ্যা কমে যাওয়া, লাভজনক না হওয়া এবং চালক ও পরিবহন কর্মীদের সমস্যা— সব মিলিয়ে ৪৬ নম্বর বাস প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল। তবে নিয়মিত যাত্রীদের দাবি এবং বাসমালিকদের নতুন পরিকল্পনার ফলে পরিষেবা স্বাভাবিক হতে চলেছে।
বাসমালিকরা জানিয়েছেন, নতুন কৌশলের মাধ্যমে বাস পরিষেবা লাভজনক করার চেষ্টা করা হবে। রুটে পর্যাপ্ত বাস নামানোর পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সময়সারণিতেও পরিবর্তন আনা হতে পারে।
এই পরিষেবা পুরোপুরি সচল হলে অফিসযাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।