যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসকদলের অনুষ্ঠানে উত্তেজনা ছড়াচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল, ৩ মার্চ, ওয়েবকুপারের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই সভা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে (OAT)। তবে, শিক্ষামন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নতুন করে বিক্ষোভের উত্তাপ দেখা দিয়েছে।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নামছে এসএফআই (স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া)। এর সঙ্গে যোগ দিয়েছে অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলোও। এসএফআই বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে ছাত্র সংসদের ক্ষমতায় রয়েছে। তাছাড়া, ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন চলছিল। ব্রাত্য বসুর আগমন সেই আন্দোলনকে নতুন মাত্রায় নিয়ে এসেছে।
এদিন, বাম ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর ছবির সামনে ‘GET OUT’ পোস্টার প্রদর্শন করা হয়েছে। এসএফআই নেত্রী কৌশিকী ভট্টাচার্য বলেন, আমরা বিশৃঙ্খলা চাইছি না। তবে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করতে চাই। শিক্ষামন্ত্রী যেন আমাদের কিছু সময় দেন।
অন্যদিকে, শাসক দলের অধ্যাপক সংগঠন তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজিৎ মণ্ডল বলেন, “ছাত্রদের কোনও বক্তব্য থাকলে তারা বিকাশভবনে যেতে পারে।”
এদিকে, ছাত্র সংসদ নির্বাচনের জন্য ত্রিপাক্ষিক বৈঠকের দাবি আরও জোরালো হয়েছে। সক্রিয় আন্দোলনে বর্তমানে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে, যা আগামী দিনগুলিতে আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।