নয়ডার এক বেসরকারি সংবাদ চ্যানেলের বিতর্কসভা রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল, যখন স্টুডিওর ভেতরেই ‘আইআইটি বাবা’ নামে পরিচিত অভয় সিংহের ওপর হামলা চালানো হয়। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকা স্টুডিওতে প্রবেশ করেন। প্রত্যেকেই গেরুয়া পোশাক পরিহিত ছিলেন। শুরুতে তাঁরা অভয় সিংহের সঙ্গে দুর্ব্যবহার করেন, তারপর এক পর্যায়ে লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয়।
ঘটনার আকস্মিকতায় চ্যানেলের কর্মীরা হতভম্ব হয়ে পড়েন। যদিও পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করা হয়, কিন্তু ততক্ষণে হামলাকারীরা স্টুডিওতে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেন। শুক্রবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ ‘আইআইটি বাবা’ থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে বসেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
সেক্টর ১২৬ থানার পুলিশ দ্রুত বিষয়টি সামাল দেয়। অভয় সিংহকে ধর্না থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং তাঁকে আশ্বাস দেওয়া হয় যে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভূপেন্দ্র সিংহ জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভয় সিংহের পরিচিতি মূলত মহাকুম্ভ থেকেই ছড়িয়ে পড়ে। আইআইটি মুম্বই থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জনের পর তিনি পার্থিব জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তাঁর এই ভিন্নধর্মী যাত্রা বহু মানুষের কৌতূহলের কারণ হয়ে ওঠে। সমাজমাধ্যমেও তিনি বেশ পরিচিত মুখ।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তাঁর এক মন্তব্য তাঁকে আরও বিতর্কের মুখে ফেলে। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ভারত সেই ম্যাচে পরাজিত হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, ভারত জয়লাভ করে। এই ঘটনার পর থেকেই নেটিজেনদের একাংশ তাঁকে সমালোচনায় বিদ্ধ করেন। কটাক্ষের ঝড় ওঠে সমাজমাধ্যমে।
তবে এবার কেবল সমালোচনা নয়, শারীরিকভাবে হেনস্থার অভিযোগ সামনে এলো। বিতর্কসভায় এমন হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। অনেকেই প্রশ্ন তুলছেন, টেলিভিশন চ্যানেলের মতো সুরক্ষিত স্থানে কীভাবে এমন অনুপ্রবেশ সম্ভব হলো? প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment
Leave a comment