সুদীপ্ত চট্টোপাধ্যায়
সরকারি কর্মী হয়েও প্রমোটার। এমনকি তাঁর নামে রয়েছে ট্রেড লাইসেন্সও। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শেষে পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশক্রমে অবশেষে চাকরি খোয়ালেন ঐ সরকারি কর্মী। এমনকি ভবিষ্যতে আর কোন সরকারি কাজে যুক্ত হতে পারবেন না তিনি। সরকারি বিধিভঙ্গের দায়ে আপার ডিভিসন অ্যাসিস্টেন্ট পদে কর্মরত ঐ কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে নবান্নের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। সরকারি ব্যাখ্যায় জানানো হয়েছে, সরকারি কর্মী হয়েও ঐ ব্যক্তি প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি সরকারি অনুমোদন ছাড়াই নিজের নামে ট্রেড লাইসেন্স বার করেছিলেন তিনি। সরকারি অনুমোদন ছাড়াই জমি কিনে 20 টি ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে গত বছরেই তদন্ত কমিটি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রিপোর্ট জমা দেয়। তদন্ত কমিটির রিপোর্ট অভিযুক্তের দয়াল এবং যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখে একই সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের পরামর্শ নিয়ে সরকারি কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় নবান্ন।