সুদীপ্ত চট্টোপাধ্যায়
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে আক্রান্ত হওয়ার ঘটনায় বাঁ হাতের কব্জিতে এবং মাংসপেশিতে চোট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। জখম হয়েছেন শিক্ষামন্ত্রীর দেহরক্ষী নীলাদ্রি মুখোপাধ্যায়ও। জানা গেছে, বিক্ষোভের ঘটনায় টানা-হেঁচড়ার সময় শিক্ষা মন্ত্রীর বাঁ হাতে চোট লাগার পাশাপাশি গাড়ির ভাঙা কাচ তার বুকে ছিটকে লাগে। চেয়ার তুলে তার দেহরক্ষীকে মারধোরের ফলে দেহরক্ষী নীলাদ্রির ডানহাতও জখম হয়। যাদবপুর থেকে বেরিয়ে সরাসরি শিক্ষামন্ত্রী ও তার দেহরক্ষীকে SSKM এর ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়। সেখানে লোক এবং অস্থি বিভাগে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিত্সার পর তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী শিক্ষামন্ত্রী ও তার দেহলক্ষ্মীর হাড় ভাঙ্গেনি বা চিড় ধরেনি তাদের মাংসপেশীতে আঘাত লেগেছে। দেহরক্ষীর চোট একটু বেশি হওয়ায় তার ডান হাতটি ব্যান্ডেজ করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।