পুলিশের গ্রেফতারি অভিযান ব্যাহত হলো এক কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে। মুজিবর রহমান নামের এই ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েন পুলিশ আধিকারিকরা। অভিযোগ, মুজিবরকে পুলিশ গাড়িতে তোলার আগেই একাংশ গ্রামবাসী তাকে ছিনতাই করে নিয়ে যায় এবং পুলিশ আধিকারিকদের গায়ে হাত তোলে।
পুলিশের দাবি, মুজিবর রহমান চোপড়া এলাকার একজন কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে বেআইনি অস্ত্রের ব্যবসা, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তবে তৃণমূল বিধায়ক হামিদুল রহমান দাবি করেছেন, মুজিবর রহমান নির্দোষ এবং তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তিনি জানান, মুজিবর তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন এবং পুলিশ কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেফতার করতে গিয়েছিল। সেই কারণে গ্রামবাসীরা প্রতিবাদে সরব হন এবং পুলিশকে বাধা দেন।
এদিকে, স্থানীয়দের সঙ্গে পুলিশের বিবাদ বেড়ে গেলে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। যদিও, গ্রামবাসীদের পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে। তাদের মধ্যে কিছু ব্যক্তি মুজিবরের সমর্থক বলে মনে করা হচ্ছে, তবে তারা সাধারণ গ্রামবাসী ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মুজিবর রহমানের পরিচয় এবং তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ নিয়ে বিভ্রান্তি অব্যাহত রয়েছে। সঠিক তথ্যের অভাবে এলাকাবাসী ও পুলিশ একে অপরকে দায়ী করছে।