ভাইরাল পুরনো প্রেমের স্মৃতি
সময় এগিয়ে গেলেও কিছু অনুভূতি কি সত্যিই মুছে যায়? তিন দশক পেরিয়েও কি পুরনো অনুভূতির রেখা এখনও স্পষ্ট? সম্প্রতি এক অনুষ্ঠানে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেকে চোখের ইশারায় ডেকে নিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। তাঁদের এই আকস্মিক পুনর্মিলনের মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে।
১৯৯৪ সালের দিকের কথা। তখন সোনালি সদ্য বলিউডে পা রেখেছেন। তাঁর অভিনয় দক্ষতা, রূপ ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিল অনেকেই, যার মধ্যে অন্যতম ছিলেন রাজ ঠাকরে। তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে সেই সময় বহু চর্চা হয়েছিল বিনোদন মহলে। তবে রাজের কাকা, শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে তাঁদের সম্পর্ক মেনে নেননি। পরিবারের সম্মান ও রাজনৈতিক কেরিয়ারের কথা ভেবে শেষ পর্যন্ত রাজ সরে আসতে বাধ্য হন। পরে শর্মিলা ঠাকরেকে বিয়ে করেন তিনি। তবে প্রেম কি এত সহজেই ফুরিয়ে যায়?
দিন কয়েক আগে মরাঠি ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একসঙ্গে আমন্ত্রিত ছিলেন সোনালি ও রাজ। অনুষ্ঠানে সোনালি নজর কেড়েছিলেন সবুজ শাড়িতে, খোঁপায় ফুলের সাজে। অন্যদিকে রাজের পরনে ছিল নীল পাঞ্জাবি। সেই মঞ্চেই ঘটল এক অনন্য মুহূর্ত! হঠাৎ করেই পিছনে ফিরে কাউকে ইশারা করলেন সোনালি। পরক্ষণেই দেখা গেল, রাজ উঠে এগিয়ে এলেন তাঁর দিকে। মঞ্চে পাশাপাশি বসে দু’জনেই কথা বললেন, হাসলেন, যেন বহু পুরনো এক বন্ধন নতুন করে জীবন্ত হয়ে উঠল।
এই দৃশ্য নজর এড়ায়নি উপস্থিত ক্যামেরার। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে— তবে কি এত বছর পরও একে অপরের প্রতি সেই একই টান অনুভব করেন তাঁরা? পুরনো স্মৃতির ছোঁয়া কি এখনও অমলিন?
যদিও অতীতের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা কেউই। তবে এই ঘটনাই যেন বলে দিচ্ছে, সম্পর্কের সমাপ্তি ঘটলেও কিছু সংযোগ চিরকাল অটুট থেকে যায়!
Leave a comment
Leave a comment