২০২৫-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে সোমবার। পরীক্ষা চলবে ৩ মার্চ থেকে পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের তল্লাশি করতে বড়সড় ব্যবস্থা গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষায় যাতে নকল না করতে পারে পরীক্ষার্থীরা, তার জন্য কঠিন ব্যবস্থা নিয়েছে সংসদ। এবারের উচ্চ মাধ্যমিকের নতুন মেটাল ডিটেক্টর। মেটাল ডিটেক্টর দিয়ে নিখুঁতভাবে পরীক্ষার্থীদের পরীক্ষা করা হবে। তারপরেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা।
চলতি বছরে পুরনো সিলেবাসের শেষবারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। ২০২৬ সাল থেকে সেমিস্টার পদ্ধতি মেনে বছরে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বলে খবর। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে চলতি বছরে।
গতবছর অর্থাৎ ২০২৪ সাল নাগাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ৯০ হাজার জন ছাত্র-ছাত্রী। চলতি বছরের ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। সংসদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। ২০৮৯টি জায়গায় পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্র কেউচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে।
চলতি বছরে ৬২টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। গত বছর সংখ্যাটি ছিল ৬০। এবার দুটি নতুন বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে, এআরটিআই এবং ডেটা সায়েন্স। পরীক্ষা কেন্দ্রে মোবাইল কিংবা কোন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাওয়ার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোন পরীক্ষার্থীর কাছে মোবাইলসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ধরা পড়লে, পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছে সংসদ। সকাল দশটা নাগাদ শুরু হবে পরীক্ষা। তবে তল্লাশির কারণে এক ঘন্টা আগে পরীক্ষার্থীদের যেতে হবে পরীক্ষা কেন্দ্রে।