আরজি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্তে নতুন মোড়, ইতিমধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রাইয়ের পর এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা কলকাতা পুলিশের ১১ কর্মীকে তলব করেছে। সিবিআই কর্তৃপক্ষ ৯ অগস্ট, ২০২৪ তারিখে আরজি কর হাসপাতালের আউট পোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীদের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে।
এদিন সিবিআই আধিকারিকরা পুলিশের ওই কর্মীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন। কারা কোথায় দায়িত্বে ছিলেন, কে কাকে দেখেছিলেন, এবং ঘটনার দিন কী পরিস্থিতি ছিল, এই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করছেন তাঁরা। তদন্তের এই নতুন দিকটি তিলোত্তমা এবং তাঁর পরিবারকে কিছুটা আশ্বস্ত করেছে, যারা দীর্ঘদিন ধরেই সিবিআই-এর তদন্তের গতির বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন।
তিলোত্তমার বাবা-মা সম্প্রতি দিল্লি গিয়েছিলেন এবং সিবিআইয়ের হেড অফিসে সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই তাঁরা অভিযোগ করেছিলেন যে, সিবিআই তদন্তে কোনও অগ্রগতি হচ্ছে না এবং তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে না। তিলোত্তমার বাবা, দিল্লি থেকে ফিরতি বক্তব্যে জানিয়েছিলেন, আমরা সিবিআই তদন্তে খুশি নই, আর তাই এখানে এসেছি। তাঁরা বললেন, তদন্ত চলছে, ধৈর্য ধরুন। আরও কিছুদিন অপেক্ষা করার পর যদি পরিস্থিতি না বদলায়, তাহলে অন্য কোথাও ধর্না দেওয়ার কথা ভাবব।
এদিকে, সঞ্জয় রাইয়ের যাবজ্জীবন দণ্ডের পরও পরিবার ও সাধারণ মানুষের মধ্যে এই কাণ্ডের পরিণতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। সিবিআইয়ের এই নতুন তৎপরতা তদন্তের গতি কিছুটা বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে।