সুদীপ্ত চট্টোপাধ্যায়
চুক্তিভিত্তিক সরকারি ড্রাইভারদের নয়া বেতন কাঠামো তৈরি করল নবান্ন। সরাসরি সরকারি দপ্তর অথবা সরকার পোষিত বা পুরসভা, শিক্ষা বোর্ডের মত স্বশাসিত সংস্থা যেখানে চুক্তির ভিত্তিতে সরকারি গাড়ি যারা চালান তাদের নতুন বেতন কাঠামো তৈরি করে রাজভবনে পাঠিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের প্রস্তাবিত বেতন কাঠামোতেই সবুজ সংকেত দিয়েছে রাজভবন। নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রাথমিক ভিত্তিতে প্রতিটি ড্রাইভার এর পারিশ্রমিক হবে 16 হাজার টাকা। এরপর সময়ানুক্রমে যত অভিজ্ঞতা বাড়বে সেই অনুযায়ী তাদের বেতন কাঠামো বৃদ্ধি হবে। রাজ্য সরকার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই চুক্তিভিত্তিক ড্রাইভারদের যে নয়া বেতন কাঠামো তৈরি করা হয়েছে তা এরকম—-
1) শব্দ নিযুক্ত ড্রাইভারদের ক্ষেত্রে বেতন ১৬ হাজার টাকা
2) পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের ক্ষেত্রে বেতন হবে 20 হাজার টাকা
3) দশ বছর অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের ক্ষেত্রে বেতন হবে ২৫ হাজার টাকা
4) ১৫ বছর অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের ক্ষেত্রে বেতন হবে ৩১ হাজার টাকা
5) 20 বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের বেতন হবে ৩৮ হাজার টাকা
গত পয়লা জানুয়ারি ২০২৫ থেকে এই নয়া বেতন কাঠামো চুক্তিভিত্তিক সরকারি ড্রাইভারদের ক্ষেত্রে লাগু হবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।