সুপ্রিম কোর্টের শর্তসাপেক্ষে রণবীর এলাহাবাদিয়া পডকাস্ট পুনরায় সম্প্রচারের অনুমতি
সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন শর্তসাপেক্ষে ফের সম্প্রচার হতে চলেছে রণবীর এলাহাবাদিয়া জনপ্রিয় পডকাস্ট ‘দ্য রণবীর শো’। তবে, আদালতের কড়া নির্দেশ—অনুষ্ঠানের সামগ্রিক বিষয়বস্তু যেন শালীনতা ও নৈতিকতার নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, এই অনুষ্ঠানটির উপস্থাপনা এমনভাবে করতে হবে, যাতে যেকোনো বয়সের দর্শক স্বচ্ছন্দে উপভোগ করতে পারেন, কোনো রকম অস্বস্তি ছাড়াই।
সোমবার এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র বাকস্বাধীনতার দোহাই দিয়ে এমন কিছু প্রকাশ্যে আনা যাবে না, যা সমাজের প্রচলিত নৈতিক মূল্যবোধের পরিপন্থী। তবে, একইসঙ্গে আদালত স্বীকার করেছে যে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকা নির্ভর করছে এর সম্প্রচারের ওপর। প্রায় ২৮০ জন কর্মী এই শোয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, এবং তাঁদের আর্থিক নিরাপত্তার কথা ভেবেই আদালত শোটি পুনরায় চালু করার অনুমতি দিয়েছে।
এর আগে, মহারাষ্ট্র এবং অসমে রনবীরের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। সেই প্রেক্ষিতেই তাঁর গ্রেপ্তারি পরোয়ানা রোধে অন্তর্বর্তীকালীন সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুনানির পর আদালত তাঁর সেই সুরক্ষার মেয়াদ আরও বাড়িয়েছে।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, জনসাধারণের মধ্যে যে কনটেন্ট বিতর্ক সৃষ্টি করতে পারে, তা সম্প্রচারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। তাই অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটর জেনারেলের পরামর্শকে গুরুত্ব দিয়ে আদালত কেন্দ্রীয় সরকারকে এমন কিছু নিয়ম প্রণয়নের নির্দেশ দিয়েছে, যা একদিকে বাকস্বাধীনতার অধিকার ক্ষুণ্ন না করেও, অন্যদিকে, আইনের আওতায় থেকে সম্প্রচারের নৈতিক সীমা নির্ধারণ করবে।
তবে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ করা হবে বলেও আদালত জানিয়েছে। সুপ্রিম কোর্টের মতে, আইনের প্রয়োগ যেন একপাক্ষিক না হয়, বরং ন্যায়বিচারের মানদণ্ড বজায় রেখেই সমস্ত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে, রণবীর এলাহাবাদিয়া শো ফের চালু হওয়ার খবরে তাঁর অনুরাগীদের মধ্যে স্বস্তি ফিরেছে, তবে এই শো নতুন নীতিমালার মধ্যে কেমন রূপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।
Leave a comment
Leave a comment