সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যের বিভিন্ন শহর বা মফস্বল গুলোকে পরিচ্ছন্ন রাখতে এবার কেন্দ্রীয়ভাবে জঞ্জাল সাফাই করতে চায় নবান্ন। অর্থাৎ পুর নিগম বা পুরসভা অথবা সংশ্লিষ্ট নগর উন্নয়ন দপ্তরের বিভিন্ন এজেন্সির মাধ্যমে রাজ্যজুড়ে যে জঞ্জাল সাফাই কর্মসূচির কাজ চলে সেক্ষেত্রে এবার কেন্দ্রীয় হস্তক্ষেপের ইঙ্গিত দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান রাজ্যের শহর গুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে কেন্দ্রীয়ভাবে কাজ করা হবে। তাহলে স্বচ্ছতা বা পরিচ্ছন্নতা বজায় থাকবে। সে ক্ষেত্রে স্থানীয়ভাবে নয়, কেন্দ্রীয়ভাবে কোন এজেন্সি নিযুক্ত করে এই জঞ্জাল সাফাইয়ের কাজ করানো হতে পারে বলে সরকারি সূত্রে খবর। মুখ্যমন্ত্রী জানান, জঞ্জাল সাফাই এর কাজ করতে গিয়ে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে অথচ কাজের কাজ কিছু হচ্ছে না। বিশেষ করে জঞ্জাল সাফাইয়ের জন্য চুক্তিভিত্তিতে বা স্থানীয় প্রশাসন নিজের ইচ্ছামত লোক নিয়োগ করে বিপদ বাড়াচ্ছেন। সেক্ষেত্রে রাজ্য অর্থ দপ্তরকে না জানিয়ে নিয়োগ করায় এই চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং ভবিষ্যৎ বিভিন্ন ঝামেলার সৃষ্টি হচ্ছে। যদিও জঞ্জাল সাফাইয়ের কাজ যথাযথভাবে হচ্ছে না বিভিন্ন শহর বা মফস্বল এলাকায় আবর্জনার স্তূপ দিন দিন বেড়ে চলেছে। এই পরিস্থিতির বদল চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই তার সাফ নির্দেশ স্থানীয়ভাবে কোন নিয়োগ প্রক্রিয়া চলবে না। অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোন ধরনের নিয়োগ করা যাবে না। তার মতে, যারা যথাযথভাবে এই কাজ করতে পারছেন না তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে এই জঞ্জাল সাফাইয়ের কাজ করা হবে তাতে যেমন স্বচ্ছতা বাড়বে এবং সমস্যাও কমবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।