সুদীপ্ত চট্টোপাধ্যায়
বীরভূমের দেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্পে জমির সমস্যা মেটাতে স্থানীয় কর্মসংস্থানকেই গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচায় কয়লা উত্তোলন শুরু হলে স্থানীয় ছেলেমেয়েরাই চাকরি পাবে। আজ নবান্নে ফের একবার সে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান কয়লা উত্তোলন চালু হলে বীরভূমের বিস্তীর্ণ অংশের ছেলেমেয়েরা এই কয়লা খনি প্রকল্পে কাজ পাবেন। একইসঙ্গে মালদা মুর্শিদাবাদ নদিয়া বর্ধমানের বিস্তীর্ণ অংশ থেকে বহু কর্মসংস্থানের সুযোগ মিলবে এই দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পে। দেউচা পাচামীর স্থানীয় মানুষজনের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন” এই কয়লা প্রকল্পের জন্য আপনারা এগিয়ে আসুন। পহেলা প্রকল্প চালু হলে আপনাদের ছেলেমেয়েরাই এখানে কাজ করবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন এই কয়লা খনি প্রকল্পে জমিদা তাদের পারিবারিক সুরক্ষা ও ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে। পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। জমিদাতা পরিবারগুলো যাতে কোনো সমস্যায় না পড়ে সেদিকে সরকার যথাযথভাবে নজর রাখছে। একইসঙ্গে উত্তরবঙ্গের চা বাগানে ২৬ হাজার পাট্টা রেডি আছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।